জ্যেষ্ঠ প্রভাষক হয়েছেন বিভিন্ন বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ৩২ জন প্রভাষক। উচ্চতর স্কেল পেয়েছেন কারিগরির ৪৪ জন শিক্ষক কর্মচারী। আর ৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে। জুলাই মাস থেকে তাদের জ্যেষ্ঠ প্রভাষক স্কেল, উচ্চতর স্কেল ও বিএড স্কেল কার্যকর হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
২০২০ খ্রিষ্টাব্দের শেষে জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষকের পদোন্নতি দিতে জ্যেষ্ঠ প্রভাষক পদের সৃষ্টি করা হয়েছে। আগে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষক পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হতে পারতেন। কিন্তু এখন তারা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। এ ৩২ জন কারিগরি শিক্ষক জ্যেষ্ঠ প্রভাষক স্কেল পেলেন। আর ৪৪ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে।
জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও অনুমোদন কমিটির ২৭তম সভার সিদ্ধান্তের আলোকে তাদের এসব স্কেল দেয়া হয়েছে। গত ১৭ আগস্ট বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
TVET Bangladesh is a news and information website dedicated to the Technical and Vocational sector in Bangladesh. We are disseminating news, articles, announcements, and other information through our numerous sources. The materials are protected by intellectual property rights that belong to their respective sources.