কলেজ কোডঃ ৪৩০২৪
টেকনোলজি সমূহঃ
- ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (প্রস্তাবিত)
দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/ ভোকেশনাল, সমমান পরীক্ষায় উত্তীন এবং কমপক্ষে জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীর এবং ‘ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘ডি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে নূন্যতম ‘ই” গ্রেড পেয়ে উত্তীন এবং এস.এস.সি বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ প্রাপ্ত যে কোন সালে উত্তীন শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন।
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধাঃ
- কর্ণেল শওকত আলী শিক্ষাবৃত্তি, সরকারী শিক্ষাবৃত্তি ।
- মাজেদা হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়।
- জিপিএ-৫ প্রাপ্তদের টিউশন ফি ফ্রি।
- শরীয়তপুর জেলার প্রথম এবং একমাত্র প্রাইভেট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান
- মনোরম পরিবেশে ইন্টারনেট সংযুক্ত নিজস্ব ক্যাম্পাস।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট সমূহঃ
- অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
- কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা, ইংরেজী ভাষা কোর্স ।
- প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না, শতভাগ পাশের নিশ্চয়তা।
- সাপ্তাহিক মোটিভেশনাল ক্লাসের সুব্যবস্থা ।
- সম্পূর্ণ রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।
- স্বল্প খরচে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন।
- সাপ্তাহিক ক্লাস টেস্টের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেধা মূল্যায়ন করা হয়। • ডিজিটাল লাইব্রেরী।
- নিয়মিত ক্রিড়া ও সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগীতা সুব্যবস্থা।
ঠিকানাঃ স্বাধীনতা সড়ক, নড়িয়া, শরীয়তপুর। (সাবেক ডেপুটি স্পীকার, জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলীর বাড়ীর সামনে)
ফোনঃ ০১৮১৯২৭০282, 01322832566, 01797537২৯৮
TVET Bangladesh is a news and information website dedicated to the Technical and Vocational sector in Bangladesh. We are disseminating news, articles, announcements, and other information through our numerous sources. The materials are protected by intellectual property rights that belong to their respective sources.